মোঃ তাহেরুল ইসলাম,ডোমার প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারেএক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ জানুয়ারী) সকাল ১১ঘটিকার সময় চিলাহাটি হতে আসা যাত্রী বোঝাই রংপুর গামী মাইক্রোবাসের সাথে পাংগা চৌপতি নামক স্থানেও ইউনিয়ন পরিষদের তিনশত গজ অদুরে উত্তরে রাস্তাপাড়া পার হতে গিয়ে মাইক্রো ধাক্কা মারে,যার নম্বর ঢাকা মেট্রো চ-০২-১৯০২ এত,প্রত্যক্ষ দর্শীরা শিশু কে দ্রুত অটোযোগে ডোমার বোড়াগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথিমধ্যে সায়মা আক্তারের মৃত্যু ঘটে,তার বড় আব্বা সফিয়ার রহমান জানান।

সে মেলা পাংগা এলাকার সব্দের হোসেনের মেয়ে,৪৩ নংমেলা পাংগা সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের১ম শ্রেনীর ছাত্রী,ড্রাইভার পলাতক।ডোমার থানা পুলিশ মাইক্রোবাস উদ্ধার করে ডোমার থানা নিয়ে আসে,এখন পর্যন্ত কোন মামলা হয়নি।ডোমারথানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম নিশ্চিত করেন।