মোঃ তাহেরুল ইসলাম, ডোমার নীলফামারী প্রতিনিধি: রাজশাহী থেকে ছেড়ে আশা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি যাবার পথে নীলফামারী ডোমার রেল স্টেশনে ইঞ্জিলের পানির সংকটে পড়ে বন্ধ হয়ে থাকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার (১৫ই অক্টোবর) রাত ৯টায় ডোমার রেল স্টেশন থেকে ১০০গজ দুরে বরেন্দ্র এক্রাপ্রেস ট্রেনের ইঞ্জিল বন্ধ হয়ে যায় এ সময় এলাকাবাসীর সহযোগিতায় বালতি দিয়ে ইঞ্জিল এ পানি দেওয়া হয় আধা ঘন্টা ধরে তার পর ইঞ্জিলটি চালু করে ডোমার স্টেশনে নিয়ে যাওয়া হয়।
সেখানে মোটার দিয়ে ১ঘন্টা পানি দিয়ে তার পর ট্রেনটি চালু করে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় এ সময় ট্রেনে থাকা যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় দেড় ঘন্টা বিষয়ে ডোমার রেল স্টেশন মাস্টার মো.মোসাদ্দের আলীর কাছে জানতে চাইলে তিনি যানান,
রাজশাহী থেকে ছেড়ে আশা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিলের পানি লাইনের পাইপ ফেটে যাওয়ার কারণে ইঞ্জিল থেকে পানি পড়ে যায় এই কারণে ট্রেনটি ডোমার স্টেশনে ১ নামবার লাইনে থেমে যায় পরে লেবারদের সহযোগিতায় মোটর দিয়ে ইঞ্জিলে পানি লোড করে তার পর চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।