সাগর কুমার বাড়ই , তেরখাদা ( খুলনা ) : ১ লা নভেম্বর বেলা ২ টা ৪৫ মিনিটের সময় খুলনা জেলার আওয়াতাধীন তেরখাদা উপজেলার নির্বাচনী অফিস কক্ষে আব্দুল্লাহ আল মেহেদী তার নির্বাচনী মনোনয়ন ফর্ম জমা দেন। জানা যায় , তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ৫৪ টি ওয়ার্ডের সদস্য পদ প্রার্থীরা প্রথম দিনে তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমাদেন তেরখাদা উপজেলা নির্বাচন অফিসে।

আজ সোমবার তেরখাদা উপজেলার ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদের মরহুম সাবেক চেয়ারম্যান আব্দুলাহ আল কাফি ( বাবু ) সুযোগ্য পুত্র উপজেলার ২নং বারাসাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট মোস্তাফিজুর রহমান কালুর ভ্রাতুষ্পুত্র বি এস সি টেক্সটাইল ইন্জ্ঞিনিয়ার গরীব দু:খী মানুষের উদিয়মান নেতা আব্দুল্লাহ আল মেহেদী তার নিজের নির্বাচনী মনোনয়ন ফর্ম জমা দেন।

বি এস সি টেক্সটাইল ইন্জ্ঞিনিয়ার আব্দুল্লাহ আল মেহেদীর নির্বাচনী ফর্ম জমা দেওয়ার উপলক্ষ্যে তেরখাদা উপজেলার ২ নং বারাসাত ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বারাসাত , কাটেংগা , ইখড়ি , ভূজনীয়া, কালীনগর , ও মথুরাপুর গ্রামের সর্ব সাধারণের উপস্থিতি ছিলেন। বি এস সি টেক্সটাইল ইন্জ্ঞিনিয়ার আব্দুল্লাহ আল মেহেদী সমর্থীত জনসাধারণর তেরখাদা ও কাটেংগা বাজার কমিটির কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন।