সাগর কুমার বাড়ই , তেরখাদা খুলনা প্রতিনিধি : গত ২৯ শে অক্টোবর শুক্রবার রাত ৮ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার অদুরে কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ~২০২১ উপলক্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর জনসভা অনুষ্ঠিত হয় ।

জানা যায়, তেরখাদা উপজেলা র ২নং বারাসাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য প্রনবেশ কুমার বালা ( জুয়েল) এর উদ্যোগে সদস্য প্রনবেশ কুমার বালা জুয়েল সমর্থীত গন মানুষের সমন্বয়ে জনসভায় শিক্ষক ও উপজেলা কৃষি ব্যাংকের ম্যানেজার অবসর প্রাপ্ত বাবু জগদীশ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে তেরখাদা উপজেলা র পঞ্চ পল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার বাইনের সঞ্চালনায় কাগদী গ্রামের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য খুলনা জেলা ওয়াল্টন গ্রুপের মালিক উপজেলার শহীদ পুর খাঁন এ সবুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বারবার নির্বাচিত সভাপতি জননেতা মোল্লা মোঃ ইখতিয়ার উদ্দিন ।

জনসভায় বক্তৃতা করেন উপজেলার ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলাই লাল বালা , বিনয় কৃষ্ণ মন্ডল , উপজেলা হাড়িখালী গ্রামের স্বনামধন্য পরিবারের মরহুম সাবেক চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক ( রাজা মিয়ার ) ভ্রাতুষ্পুত্র গরীব দুঃখী ও অসহায় মানুষের নেতা সাবেক কৃতি ফুটবলার শেখ মনিরুজ্জামান মনির , ভূজনীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিকদার জাহিদুল ইসলাম জাহিদ , তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারাসাত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য প্রনবেশ কুমার বালা জুয়েল,

তেরখাদা উপজেলার কালী নগর গ্রামের নেতা দুলাল চন্দ্র বিশ্বাস , ভীষ্ম মল্লিক , মোঃ শিমুল আহম্মেদ , রানা সরদার , জিন্দার ফকির , রবিউল ইসলাম , পলাশ মোল্লা , নুর ইসলাম সরদার , আসাদ শিকদার , সোহেল রানা ,

কাগদী গ্রামের পলাশ চন্দ্র বিশ্বাস সহ আরো অনেকে । আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোল্লা মোঃ ইখতিয়ার উদ্দিন বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ~২০২১ এ চেয়ারম্যান পদে বিজয়ী লাভ করলে কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানিতে নিমজ্জিত মাঠটি নিজের অর্থায়ন থেকে মাটি ভরাটের প্রতিশ্রুতি দেন । তিনি আরও বলেন, কাগদী পশ্চিম পাড়ার দেড় কিলোমিটার রাস্তার মাটি ভরাটের কথা ও বলেন । যে কোন সামাজিক কর্মকাণ্ডে , ধর্মীয় ও গরীব দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহোযোগিতার কথা ও বলেন ।