সাগর কুমার বাড়ই , তেরখাদা , খুলনা : গত ১৪ ই ডিসেম্বর ~২০২১ইং মঙ্গল বার সকাল ১১ টা ৩০ মিনিটের সময় খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলার নিকটতম ইখড়ি গ্রামের সর্ববৃহৎ গবাদি পশুর হাট উপশহর প্রকল্পের আওতায় তেরখাদা উপজেলার ৮ টি আর সিসি রাস্তার উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন ১০২ , খুলনা- ৪ আসনের সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সাবেক কৃতি ফুটবলার শিল্পপতি আব্দুস সালাম মূর্শেদী ।

বেলা ১২ টার দিকে উপজেলার শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া KDS – RIDS প্রকল্পের আওতায় নলামারা আর এইচ কাটেংঙ্গা ডিসি ভায়া কাগদী এবং আবনালী রাস্তা বিসি দ্বারা ৭ কিলোমিটার রাস্তার উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন । ইখড়ি গবাদি পশুর হাট ও কাটেংঙ্গা, ইখড়ি, আবনালী, কাগদী হয়ে নলামারা ব্রীজ পর্যন্ত ৭কিলোমিটার রাস্তার উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেরখাদাপরিষদের নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতান , উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম শহীদ , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি ,১ নং আজগড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় , ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কে এম আলমীর হোসেন , ৫ নং তেরখাদা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওহিদুজ্জামান অহিদ , বিশিষ্ট সাংবাদিক এ জি এম বাসিতুল হাবিব প্রিন্স , তেরখাদা প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মফিজুল ইসলাম জুম্যান, তেরখাদা প্রেস ক্লাবের সাংবাদিক ইউনিট ,উপজেলা প্রকৌশলীর প্রধান কর্মকর্তা সোহেল রানা ,উপজেলা প্রকৌশলীর কর্মকর্তা ইবনে ওয়ালিদ, কৃষক লীগের সভাপতি নাজমুল হাসান , উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মফিজুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরাঙ্গীর , মোঃ শামীমা হাসান ছাত্র লীগের সভাপতি মোঃ হুসাইন আহমেদ সহ উপজেলার সরকারী/ বেসরকারি ও আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ। দুপুর ১ টায় পানতিতা আব্দুস সালাম মূর্শেদী মাদ্রাসা ও এতিম খানার মাঠ চত্বরে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন ও মাদ্রাসার সার্বিক উন্নয়ন কল্পে পরিচালনা পর্ষদ, শিক্ষক অভিভাবক সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী , উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতান , শেখ শহিদুল ইসলাম শহীদ , মাদ্রাসার সভাপতি শামসুর রাহমান মিনা , চেয়ারম্যান কে এম আলমীর হোসেন , এ জি এম বাসিতুল হাবিব প্রিন্স , শারাফাত হোসেন মুক্তি , সহ আরো অনেকে । পরে খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী অসহায় মীমের খোঁজ খবর নেন