সাগর কুমার বাড়ই ,( তেরখাদা) খুলনা : গত ২৯ শে সেপ্টেম্বর খুলনা জেলার তেরখাদা উপজেলার অদুরে বলরামপুর যুব সংঘের উদ্যোগে শালকিয়ার নদীতে বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা ~২০২১ অনুষ্ঠিত হয়।

প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে সারা দিন ভারী বর্ষণের মধ্য দিয়ে হাজার ও উৎসুক জনতার ঢল নামে শালকিয়ার নদীতে বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা~ ২০২১ দেখার জন্য ।

প্রকৃতি যখন অঝর ধারায় বৃষ্টি দিয়ে সব কিছু ভিজিয়ে দিতে ব্যস্ত ঠিকই সেই বৃষ্টি উপেক্ষা করে দুর দুরান্ত থেকে হাজার ও মানুষের ঢল নামে তেরখাদা উপজেলার বলরামপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া শালকিয়ার নদীতে বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১ দেখার জন্য ।

শালকিয়ার নদীতে বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য শালকিয়ার নদীর দুই তীরে শত শত নৌকায় করে হাজার ও উৎসুক জনতা ভীড় জমায় ।

শালকিয়ার নদীর দুই তীরে জনতার ভীড় লক্ষ্য করা যায় ।

শতস্ফুর্ত জনতার ভীড়ে নদীর দুই পাড়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ ।

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলো তেরখাদা উপজেলার বলরামপুর যুব সংঘের উদ্যোগে শালকিয়ার নদীতে বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা ~ ২০২১

বলরামপুর শালকিয়ার নদীতে বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ক্রীড়া ব্যক্তিত্ব সাবেক ফুটবলার বিশিষ্ট সফল ব্যবসায়ী মাননীয় সংসদ সদস্য ১০২ , খুলনা – ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী ( এম পি ) ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম শহীদ , তেরখাদা উপজেলার নির্বাহী অফিসার আবিদা সুলতানা , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি , তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন , উপজেলা ১ নং আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ১নং আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ ।

নদীতে বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠানের বিজয়ীরা যথাক্রমে তেরখাদা উপজেলা মথুরাপুর গ্রামের
রিপন রায়ের নৌকা ” মা কামনা ” প্রথম স্থান অধিকার করে একটি ফ্রিজ পুরস্কার গ্রহণ করেন ।

উপজেলার নলামারা গ্রামের ভাই ভাই নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে একটি ৩২” LED TV ( মনিটর ) গ্রহণ করেন ।

উপজেলার প্রমদ নগর গ্রামের ভাই ভাই নৌকা তৃতীয় স্থান অধিকার করে একটি ২৪” LED TV ( মনিটর ) গ্রহণ করেন ।

বলরামপুর যুব সংঘের নেতৃবৃন্দ অন্যান্য প্রতিযোগিদের মাঝে সান্তনা পুরস্কার ও তুলে দেন ।