সাগর কুমার বাড়ই , তেরখাদা , খুলনা: বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের আদলে ক্ষুদে বঙ্গবন্ধুদের মুখে উচ্চারিত বঙ্গবন্ধুর ভাষণ উপজেলা ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জানা যায় , গত ৭ ই মার্চ খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলার শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় , মাধ্যমিক বিদ্যালয় ও সকল মাদ্রাসার ছাত্র/ ছাত্রীদের অংশ গ্রহণে ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। । আরো জানা যায় ,৭ ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান জনাব শেখ শহীদুল ইসলাম শহীদ ,মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম ,একাডেমীক সুপার ভাইজার জনাব সাহেলা সুলতানা প্রমুখ । বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে উপজেলার বি আর বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়, তেরখাদা, খুলনা । ১৭ ই মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তেরখাদা উপজেলায়, বি আর বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র / ছাত্রীদের মাঝে প্রথম স্থানের পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।