দুর্ঘটনার মূল কারণ ট্রাকটি হেলপার দিয়ে চালানো হচ্ছিল, হেলপারের বয়স ১৬ থেকে ১৭ বৎসর হবে। হেলপারের ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজপত্র কিছুই ছিল না । এক কথায় তার গাড়ি চালানোর কোনো প্রকার বয়স হয়নি। দুর্ঘটনা যারা আহত হয়েছেন।

১। দিলারা বেগম (৬০) স্বামী ইউসুফ শেখ গ্রাম: দিগলিয়া ২। খাদিজা (৬) পিতা: ফিরোজ আলী গ্রাম: কোলা উভয় থানা: লোহাগড়া জেলা: নড়াইল। এই দুই জন ছাড়া ও নাম না জানা আরো দুই তিন জন আহত হয়েছে।

ট্রাক দুর্ঘটনার পর থানা পুলিশ কে জানালে তৎক্ষণাৎ ট্রাকটি থানায় আনা হয়। দুর্ঘটনা কবলিত এলাকার সাধারণ জনগণ বলেন যে এতোটুকু মাসুম বাচ্চাকে দিয়ে ট্রাক চালালে যেকোনো সময় এমনভাবে দুর্ঘটনা ঘটে অনেকের প্রাণ যাবে।

আমরা এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি উক্ত ট্রাক মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।