দিনাজপুরের শুরু হলো সাত দিনের কঠোর লকডাউন
অর্জুন রায়। দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার সদর উপজেলায় করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার ১৫ তারিখ সকাল ০৬ টা থেকে সাত দিনের লকডাউন শুরু হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার প্রবেশপথ গুলোতে পুলিশের উপস্থিতি লক্ষ করা যা। পুলিশ চেকপোস্ট গুলোতে দেখা যায় অন্য উপজেলা থেকে আসা সজল পরিবহনকে সদরে প্রবেশ করতে বাঁধা দিচ্ছে পুলিশ। তবে মালবাহী ট্রাক গুলোকে সদরে প্রবেশ করতে দেখা যায়। গণপরিবহন লকডাউনের আয়ত্তাধীন থাকলেও রোগী পরিবহনের গাড়ীগুলো ও মালবাহী গাড়ি লকডাউনের আওত্তামুক্ত রয়েছে।
তবে বিভিন্ন জয়গা দেখা য়ায় ভিন্ন চিত্র গণপরিবহন গুলো অবাধে সাদর উপজেলায় প্রবেশে করলেও বাঁধা দিচ্ছ না পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।