অর্জুন রায়,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সদর উপজেলার ঢেপা নদিতে নিখোজ একজনকে খুজতে গিয়ে ডুবুরির মূত্য হয়েছে মারা যাওয়া ডুবুরির নাম আব্দুল মতিন (৪২)। শনিবার (২৮ আগস্ট) সদর উপজেলার নশিপুর ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীতে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল মতিন জেলার ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা। তিনি রংপুর ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। এদিকে ২২ ঘণ্টা পার হলেও নিখোঁজ যুবককে এখনও উদ্ধার করা যায়নি। এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ বুধুকে উদ্ধারে কাজ করাছে। দিনাজপুর ফায়ার সার্ভিসের পরিচালক মোঃ মঞ্জিল হক জানান, উপজেলার পূর্ব সুলতানপুরের ভেন্ডাবাড়ি এলাকার বিনয় দেব শর্মার ছেলে বুধু দেব শর্মা (২২) ২৭ আগস্ট (শুক্রবার) দুপুর ১২ টার দিকে নৌকা থেকে পড়ে গিয়ে নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে শনিবার সকালে তাকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
দলের সঙ্গে নদীতে ডুব দেন ডুবুরি আব্দুল মতিন । কিন্তু একপর্যায়ে তার কোমরে বাঁধা রশি মতিন টান দেয় । উপরে থাকা ফায়ার সার্ভিসসের অন্যান্য ডুবুরিরা টের পেয়ে তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিনাজপুর মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মর্তুজা রহমান বলেন, হাসপাতালে আনার আগেই ডুবুরি আব্দুল মতিনের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।