মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি মুলক আলোচনা সভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।

এসময় আরও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, ভারপ্রাপ্ত আনছার ভিডিপি অফিসার শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ সামছুল হক সাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল

হুদা খন্দকার, সদর ইউনিয়ন আঃ লীগের সাঃ সম্পাদক রফিকুল ই্সলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, পুজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ ভৌমিক, চন্দন কুন্ডু, দুলাল কুন্ডু প্রমূখ।

এবার উপজেলায় ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৬৪টি মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভা শেষে প্রতিটি মন্ডবের সভাপতির হাতে সরকারী বরাদ্দের ৫ শত কেজি চালের ডিও প্রদান করা হয়।