মোঃ মিজানুর রহমান : করোনা মহামারীর কারণে এ বছর পূজার আনন্দ অনেকটাই প্রাণহীন। লকডাউনে উঠে পূজা অনুষ্ঠিত হলেও কিছু মানুষের জন্যে পূজার আনন্দ অনেকটাই মলিন। এই রকম কিছু মানুষের কাছে উপহার নিয়ে হাজির হয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একদল তরুণ।
আজ ১৪ অক্টোবর ফেনী জেলার ছনুয়া ইউনিয়নের অন্তর্গত টুংগীরপাড় গ্রামে হাজির হন একদল তরুণ শিক্ষার্থী। আর্থিক ভাবে অসচ্ছল কিছু পরিবারকে তারা সাধ্যমত উপহার এবং মাস্ক বিতরণ করেন। তরুণদের একজন বলেন, “আমাদের ই এক প্রবাসী ভাই এর উদ্যোগে এই আয়োজন। আমরা শুধু মানুষ হিসেবে মানুষ এর মুখে হাসি ফুটানোর একটু চেষ্টা করেছি মাত্র।
ভবিষতেও আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে যাবো মানুষের জন্যে কিছু করার”
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।