শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেছেন, “জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন সোনার বাংলা গড়তে আর সেই স্বপ্ন বুকে নিয়ে দেশে উন্নয়ন করে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।”শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় জনকল্যান আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পিআরডি হাই স্কুল এবং আল আরাফা ইসলামিয়া মাদরাসায় পৃথকভাবে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ১১ নভেম্বর রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাহেদ আলীর বিজয় নিশ্চিত করতে হবে। আপনারা সবাই মিলে এবার জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করুন। নৌকা উন্নয়নের প্রতীক। আমরা এসেছি আপনাদের উন্নয়নের জন্য।”
অনুষ্ঠানে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী বজলুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী সেলিনা আক্তার রিতা সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাহেদ আলীর পক্ষে গণসংযোগ করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।