সকালে মন্দিরে পূজার মাধ্যমে দোল উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। নগরীর শীতলাখোলা এলাকায় আয়োজন করা হয় ডিজে পার্টির। সেখানে অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহণ করে বাহারি রঙের খেলায় মেতে ওঠেন।
শীতলাখোলা এলাকায় দোল উৎসবে অংশগ্রহণকারী পলক দাস বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাধা দেবী এ দোল পূর্ণিমার দিনে রঙ খেলায় মেতেছিলেন। এই দিনে আমরা প্রতি বছর দোল উৎসব উদযাপন করি।
দুর্জয় দাস নামে আরেকজন জানান, এখানে রঙ খেলতে অনেক লোক এসেছেন। আমিও বন্ধুদের নিয়ে রঙ খেলতে এসেছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।