মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: ডিজেল-কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে জনমত গড়তে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণের কর্মসূচি শুরু করেছে বগুড়া শহর বিএনপি। মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ী শেখ শরিফ উদ্দিন, আলতাব আলী সুপার মার্কেট, রানা প্লাজা, জজকোর্ট সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
লিফলেট বিতরণকালে শহর বিএনপির আহবায়ক মাহবুবর রহমান বকুল, জেলা বিএনপি নেতা এ্যাড. সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা এম আর ইসলাম স্বাধীন, সাইদুজ্জামান সাকিল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুব দলের সাবেক সভাপতি কেএম খায়রুল বাশার,
তৌহিদুল আলম মামুন, সাবেক ছাত্রনেতা শেখ তাহা উদ্দিন নাহিন, সাবেক ছাত্রনেতা সহিদ-উন নবী সালাম, মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ন আহ্বায়ক সরকার মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবীব মমি, সদস্য সচিব আদিল শাহারিয়ার গোর্কি, সিনিয়র যুগ্ন-আহবায়ক হারুন-অর-রশিদ সুজন, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান,
সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস, শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও শহর শ্রমিকদলের সভাপতি লিটন শেখ বাঘা, জেলা কৃষক দলের আহবায়ক আকরাম হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ময়নুল হক বকুল, শহর বিএনপির নেতা মাহবুবুর রহমান লুলকা,
মশিউর রহমান শামীম, শহর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাউন্সিলর রোস্তম আলী, কাউন্সিলর এনামুল হক সুমন, সাবেক কাউন্সিলর এস এম মোরশেদ মিটন, আব্দুল খালেক, দেলোয়ার হোসেন মুক্তার, শিবলী সাদিক মানিক, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম শফিক, রঞ্জু, খোরশেদ আলম, রাকিবুল ইসলাম শুভ, জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।