মোঃ শাহ্ জালাল নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন ১৭ অক্টোবর সম্পন্ন হয়েছে। ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনের ৪ নং ওয়ার্ড নগরকান্দা উপজেলায় জেলা পরিষদ সদস্য পদে ৬ জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়াই করেন।নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমিতে সকাল ৮ টা থেকে নির্বাচন শুরু হয়। উপজেলায় ১৩৩ জন ভোটার ইভিএম এর মাধ্যমে তাদের ভোট প্রদান করেন।বেলা ২ টা বাজতেই ভোট দেওয়া শেষ করেন ভোটাররা।তারপর ভোট গননা শেষেে উপজেলা নির্বাচন কমিশনার বিজয়ীর নাম ঘোষনা করেন। তাতে হাফিজুর রহমান শরীফ (তালা মার্কা) প্রতীক নিয়ে ৫৮ ভোটে বিজয়ী হন এবং তার নিকট তম প্রতিদন্দ্বী প্রাথী আরিফুর রহমান পথিক তালুকদার (টিউবওয়েল) প্রতীক ৪৮ ভোট, বাবুল মোল্লা (বৈদ্যুতিক পাখা) প্রতীক ১৪ ভোট,মাসুদুর রহমান (হাতি) প্রতীক ৭ ভোট,এ কে এম আমিরুজ্জামান (ঘুড়ি) প্রতীক ৪ ভোট,আনিসুর রহমান (অটোরিকশা) প্রতীক পেয়েছেন ১ ভোট।তবে এই জেলা পরিষদ নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে এক উৎফুল্ল আমেজ বিরাজ করার পাশাপাশি ছিলো উপজেলা বাসীরও আনন্দ পরিবেশ। ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেন ( আনারস)প্রতীককে হারিয়ে সতন্ত্র প্রার্থী মোঃ শাহাদৎ হোসেন (চশমা) প্রতীক চেয়ারম্যান পদে বিজয়ী হন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।