শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুর নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে আজ( ১১ মার্চ )রোজ শুক্রবার ঘোনাপাড়া গ্রামে শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৫ টি শারদাঞ্জলি গীতা বিদ্যানিকেতন ও ১টি উপজেলা কমিটির শুভ উদ্বোধন করা হয় ।
“আসুন গীতা পড়ি, গীতার আলোকে জীবন গড়ি”এই পতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠানটি সাজানো হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল, প্রধান বক্তা আশীষ কুমার , মহান অতিথি, পরিচালক মডেল গ্রুপ ও সমাজ সেবক বাবু কানাই সরকার, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি নিকেতন দে, প্রাক্তন সহ সাধারণ সম্পাদক বারদী অচ্যুত রঞ্জন রায়, কেন্দ্রীয় কমিটি অর্থ সম্পাদক সুমন দাস বিজয়, কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক কার্তিক সূত্রধর, মহানগর নারায়ণগঞ্জ সভাপতি কমল সাহা, উদ্বোধক সেবায়েত রাধা গোবিন্দ সেবাশ্রম মহারাজ সেবক শরণার্থী, সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক আ:খালেক একাডেমী সুব্রত মন্ডল, ও গৌরাঙ্গ বিশ্বাস,অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অনুকুল চন্দ্র বিশ্বাস নগরকান্দা উপজেলার শারদাঞ্জলি ফোরামের সভাপতি নির্বাচিত করেন রিপন মন্ডল দুর্জয়, ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস শিবু ৩১ বিশিষ্ট নতুন উপজেলা কমিটি ও, শপথ বাক্য পাঠ করান, এসময় আরো উপস্থিত ছিলেন গৌরাঙ্গ বিশ্বাস,উওম চৈধুরী, দেবনাথ মন্ডল, সঞ্জয় মন্ডল,জননেতা শ্রী সুকন্ঠ বিশ্বাস, রতন বাড়ই, সুমন মন্ডল, মানব সরকার, তীর্থ বিশ্বাস, নয়ন মন্ডল, মৃদুল দাস,সহ অন্যান্য প্রমুখ।
এ সময় বক্তব্য প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমি আনন্দিত আবেগাপ্লুত আমরা যে যে যেখানে আছি সেখান থেকেই গীতার আলো ঘরে ঘরে পৌঁছে দিব। আমরা চাইব আগে নিজের ঘর থেকেই আলো ছড়িয়ে পড়ুক। আজ সারা বাংলাদেশ শারদাঞ্জলি ফোরাম এর ৪৫০ টি এর বেশি কেন্দ্র আছে তবে আজ ৫ টি স্কুলে একসাথে উদ্বোধন করলাম এটা দেখে আরো আনন্দিত লাগছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
ও পরে বই, খাতা, হোয়াইট বোর্ড ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।