শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুরের নগরকান্দায় আগুনে ২টি দোকান ঘর ভস্মীভূত হয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে দোকানদারদের । বৃহস্পতিবার দিবাগত রাতে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজারের বিশ্ব রোড সংলগ্ন ১টি দোকানে ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজারের নৈশপ্রহরী পাচু খান বলেন, হঠাৎ বিকট একটা শব্দ শুনে মুদি দোকান আজাহার মিয়ার ও জাকির শেখের দোকানের সামনে এসে তিনি আগুন দেখতে পান। আগুনের বিষয়টি ফোনে বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের জানান। প্রথমদিকে বাজারের ব্যবসায়ী ও আশেপাশের বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুন লাগার খবর পেয়ে উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে। এ ছাড়া আগুনে পুড়ে দোকানদারের ৪- ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজি টুলু বলেন ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করা হবে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।