শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুর নগরকান্দা পুরাপাড়া ইউনিয়নে মজলিশপুর সার্বজনীন রাধাগোবিন্দ সেবাশ্রমে ৯ দিন ব্যাপী, সনাতন ধর্মীয় ভাগবত পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

১৪ই ফেব্রুয়ারি রোজ( সোমবার) থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি গতকাল ২২শে ফেব্রুয়ারি রাতে অষ্টকালী লীলা কীর্তন ও প্রসাদ বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। অধীর আগ্রহ সাথে স্বাস্থ্যবিধি মেনে সবাই উপভোগ করেন ।এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, পুরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ বেলায়েত হোসেন আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা পুড়াপাড়া শাখার সভাপতি মোঃ ফিরোজ আলম জুয়েল, সাপ্তাহিক কর্মক্ষেত্রের প্রতিনিধি রিপন মন্ডল দুর্জয় , শারদাঞ্জলি ফোরাম নগরকান্দা রতন বড়ৈই দৈনিক সংবাদ মোহনা প্রতিনিধি শাহাজালাল মোল্লা, মানব সরকার, সুমন মন্ডল, রাধাগোবিন্দ সেবাশ্রমের সেবায়েত সেবক শরণার্থী, অনুকুল চন্দ্র বিশ্বাস বিপুল রায় সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।