নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে করোনা ভাইরাস বিস্তার রোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাক্স বিতরণ করেছেন নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল ইসলাম। বুধবার (২৪শে মার্চ) বিকেল ৪টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মাক্স বিতরণের পাশাপাশি করোনা ভাইরাস বিস্তার রোধে কি কি করনীয় জনসাধারণের মাঝে সে বিষয়ে আলোকপাত করেন। এ সময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম থানার এসআই রেজাউল করিম রেজা, পুলিশ কনস্টেবল জাফর, মিজান প্রমুখ। অন্যদিকে বাসস্ট্যান্ড এলাকায় সোনালী স্টোর নামক এক মুদি দোকানে মূল্য তালিকা না থাকার কারণে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা জরিমানা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।