নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ই ফেব্রুয়ারি) বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতার। উক্ত টিকাদান কার্যক্রমের প্রথম টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেন, ফোকাল পারসন ডঃ নাজমুল হোসাইন। পরবর্তীতে নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ সহ পুলিশ সদস্য, মুক্তিযুদ্ধা, শিক্ষক, সাধারন জনগন, সর্বমোট ৪০জন ব্যাক্তি এই টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উপজেলা স্বাস্থ্য অফিসার ডঃ তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ৫নং ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডঃ ইকবাল আহম্মেদ, ডঃএমএমজি সারোয়ার সুমন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।