নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামে ভাতিজার কোদালের আঘাতে চাচার মৃত্যর ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী মোঃ আব্দুল মান্নান পোদ্দার (৩৮) কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। ১৪ই জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নন্দীগ্রাম থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় টিম নওগাঁ জেলার রানীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের পার্শবর্তী মোঃ আবু হানিফের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী দমদমা গ্রামের মোঃ আমীর আলীর ছেলে। ঘটনাসূত্রে জানাযায়, গত ২৫শে ডিসেম্বর জায়গা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় ভাতিজার কোদালের আঘাতে গুরুতর আহত চাচা মোঃ চাঁন মিয়া (৫৮) বগুড়া শমিজেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ই জানুয়ারী দিবাগত রাত ৩টায় মৃত্যুবরন করেন, আর এই ঘটনায় ৯ই জানুয়ারী ৬ জনের নাম উল্যেখ করে মারপিট ও হত্যা মামলা দায়ের হয়। উক্ত বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূইয়া স্যারের নির্দেশনায় নওগাঁর রানী নগর থানার কালীগ্রাম ইউনিয়নের পার্শবর্তী স্থানে অভিযান চালিয়ে হত্যা কান্ডের সাথে জরিত প্রধান আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আগামী কাল সকালে তাকে আদালতে প্রেরন করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।