নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধিঃ  বগুড়ার নন্দীগ্রামে আগামী ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ২নং সদর ইউনিয়নের আওয়ামীলীগের বর্ধিত সভায় সর্বোচ্চ ভোগ পেয়ে মনোনয়ন দৌড়ে এগিয়ে রইলেন আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা গামা। উক্ত বর্ধিত সভায় কন্ঠ ভোটে গোলাম মোস্তফা গামা পেয়েছেন ৯ ভোগ, ২নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান মিন্টু পেয়েছেন ৫ ভোট ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল রানা সোহাগ পেয়েছেন ১ ভোট। শনিবার (১৩ই মার্চ) সকাল ১০টায় রনবাঘা দলীয় কার্যালয়ে নন্দীগ্রাম ২নং সদর ইউনিয়নে আওয়ামীলীগের বর্ধিত সভা অনূষ্ঠিত হয়। ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল রানা সোহাগের সঞ্চালনায় সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম।ওই সময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিউল আলম ছবি, আলী হাসান পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন,সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন বকুল,আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা গামা, সাইফুল ইসলাম গোলাপ,ইউনিয়ন আওয়ামীলগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক গণ।