অলিউর রহমান মেরাজ,প্রতিনিধি,নবাবগঞ্জ(দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । সোমবার (১৫ নভেম্বর) দুপুর ১২ টায় নবাবগঞ্জ প্রেস ক্লাবে এক নির্বাচন অনুষ্ঠিত হয় ।
উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মোঃ আলিমুল আল রাজী । নির্বাচনে মোঃ হাসিম উদ্দিনকে সভাপতি ও আতিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।
এ ছাড়াও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আজিনুর রহমান রাজু ও সাংগঠনিক সম্পাদক দীপক কুমার মহন্ত কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয় ।
এসময় নির্বাচন কমিশন প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন বিপ্লব কুমার সাহা, সুলতান মাহমুদ ও মোঃ রেজাউল করিম স্বাধীন প্রমুখ ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।