![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/Polish_20220215_162612018.jpg)
মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা পর্যায়ে প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “সকলে মিলে শপথ করি, বাল্যবিয়ে মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়ে, আরডিআরএস বাংলাদেশ এর বিল্ডিং বেটার ফর ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের আওতায়, সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগড়ি সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু, বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, ইউনিয়ন ফেসিলিটেটর গৌরাঙ্গ রায়, শিউলি খাতুন প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, সদস্য, কাজী, ঘটকসহ সচেতন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।