মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম: নাগেশ্বরী তে ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগের তিন জন, জাপার চার জন ও স্বতন্ত্র ছয় জন বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। রোববার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য জানান।
নির্বাচিতরা হলেন- আ’লীগ প্রার্থী লিয়াকত আলী লাকু, রামখানায় জাতীয় পার্টির জালাল উদ্দিন, রায়গঞ্জে সাবেক চেয়ারম্যান বিএনপি সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থী আরিফুজ্জামান দীপ মন্ডল (আনারস), বামনডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান রনি (মোটরসাইকেল), বেরুবাড়িতে আ’লীগ প্রার্থী সোলায়মান আলী, কালীগঞ্জে বিএনপি সমর্থিত রিয়াজুল হক প্রধান (মোটরসাইকেল), ভিতরবন্দে উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শফিউল আলম শফি (আনারস), নুনখাওয়ায় আ’লীগের আমিনুল ইসলাম, হাসনাবাদে জাপার নুরুজ্জামান সরকার, নারায়ণপুরে রংপুর মহানগর বিএনপি সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা (চশমা), কেদারে জাপার আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ, কচাকাটায় জাপার শাহাদৎ হোসেন মন্ডল, বল্লভেরখাস ইউনিয়নে ইউনিয়ন যুবলীগ সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী এস এম আব্দুর রাজ্জাক (চশমা)।
রোববার ১২৬ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে ভোট প্রদান করেছেন দুই লক্ষ ৪২ হাজার ২১৫ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ এক লক্ষ ২১ হাজার ৩৩৭ জন ও মহিলা এক লক্ষ ২০ হাজার ৮৭৮ জন। চেয়ারম্যান পদে ৮৪ জন, সাধারণ সদস্য পদে ৪৪২ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।