নজরুল ইসলাম- নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা- শেরপুর ইউনিয়নে মানবতার কল্যাণে একঝাঁক তরুণ মিলে প্রতিষ্ঠিত করেছে,
মানবসেবা ফাউন্ডেশন ব্লাড সোসাইটি। উক্ত সংগঠন এর উপদেষ্টাঃ
মাজহারুল ইসলাম প্রধান পরিচালক আব্দুল্লাহ আল (সজীব)
সভাপতিঃ তৌহিদুল আলম (স্বাধীন)
সাধারণ সম্পাদকঃ তোফায়েল অাহম্মেদ।
উক্ত সংগঠন এর সদস্য সংখ্যা ২০০ জন।

মানবসেবা ফাউন্ডেশন ব্লাড সোসাইটি- স্থাপিত
হওয়ার ৬ মাসের মধ্যে
আনুমানিক ১০০ জনের অধিক মুমূর্ষু রোগিকে
স্বেচ্ছায় রক্ত দান করছে। রক্তের অভাবে হারাবে না প্রাণ, স্বেচ্ছায় করব রক্ত দান। এই স্লোগান এগিয়ে যাচ্ছে –
একঝাঁক তরুণ রক্ত যোদ্ধা। তাদের লক্ষ ও
উদ্দেশ্য হচ্ছে – মুমূর্ষু রোগীদের স্বেচ্ছায় রক্ত দান করা।