নজরুল ইসলাম,নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ব্র্যাক স্বাস্থ্য কেন্দ্রের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (৭সেপ্টেম্বর) দুপুর ১২ টায় চন্ডিপাশা কলেজ রোড পুরাতন পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন ব্র্যাক স্বাস্থ্য কেন্দ্র উদ্ধোধন করেন।
প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন উদ্ধোধন করেন। এসময় ফিতা কাটার মাধ্যমে ব্র্যাক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল মনসুর সভাপতিত্ব করেন। ব্র্যাংকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এইচএনপিপি ডা. আরিফুল হকের উপস্থাপনায় ব্র্যাক স্বাস্থ্য কেন্দ্র উদ্ধোধন উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্র্যাক সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান (তুহিন) বলেন-নান্দাইল ব্র্যাক স্বাস্থ্য কেন্দ্র উদ্ধোধনের ফলে নান্দাইল বাসী উন্নতমানের সেবা পাবে। ব্র্যাকের এ কার্যক্রম কে স্বাগতম জানাই। উল্লেখ্য ব্র্যাক স্বাস্থ্য কেন্দ্র অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠিকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। উপজেলা পর্যায়ে নান্দাইলে এই প্রথম আকর্ষনীয় স্বাস্থ্য কেন্দ্র উদ্ধোধন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।