নজরুল ইসলাম – নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলের খারুয়া ইউনিয়নের ছালুয়াপাড়া গ্রামের শারিরীক প্রতিবন্ধী শিখা আক্তারকে হুইল চেয়ার উপহার দিয়েছে নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি। মঙ্গলবার বিকেলে নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির একটি টিম শিখা আক্তারের বাড়িতে হাজির হয়ে হুইল চেয়ার উপহার দেয়।
শিখার বাবা আব্দুর রাশিদ বলেন, ‘আমার স্ত্রী ১৭ বছর আগে সংসার ছেড়ে চলে যায়। প্রতিবন্ধী মেয়ের কথা ভেবে পরে আমি আর বিয়ে করিনি। দুই শতাংশ জায়গা আছে। তাতেই একটি ছোট ঘর তুলে বসবাস করছি। একটা হুইল চেয়ার কিনে দেওয়ার সামর্থ্য আমার ছিল না।
নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির প্রতি আমি কৃতজ্ঞ।’ হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা শিখা বলেন, ‘আমি খুব বেশি খুশি হয়েছি। আমি এখন চারপাশের পরিবেশ দেখতে পারবো।
২২ বছর ধরে বারান্দায় এক জায়গায় বসে থেকেছি। এখন আমি হুইল চেয়ার দিয়ে চলাচল করতে পারবো। যারা আমাকে হুইল চেয়ার দিয়েছে তাঁদের ধন্যবাদ জানাই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।