গতকাল ৮ই মার্চ ২০২১ রোজ সোমবার আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন উপলক্ষে মাগুরায় মহিয়সী পাঁচ নারীকে রত্নগর্ভা সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।নিজেদের সন্তানদের উচ্চ শিক্ষিত ও বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত করায় রত্নগর্ভা মা হিসেবে যে ৫ জন মহিয়সী নারীকে পুরস্কৃত করা হয় তাঁরা হলেন, শ্রীপুরের বরিশাট গ্রামের সরজিত সাহার স্ত্রী মনিসা রানী সাহা, শ্রীপুরের আমতৈল গ্রামের আবু বক্কর মোল্যার স্ত্রী মিসেস সেলিনা বেগম, শ্রীপুর সদরের সুভাস চন্দ্র বিশ্বাস এর স্ত্রী বেলা রানী দাস, শ্রীপুরের চন্তিখালী গ্রামের মরহুম আব্দুল কাদির এর স্ত্রী জাহানারা কাদির ও মাগুরা সদরের পাইকেল গ্রামের মোঃ আখতারুজ্জামান এর স্ত্রী সুলতানা ইয়াসমীন।

রত্নগর্ভা এসব মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।মাগুরা জেলা প্রশাসন ও জেলা লেডিস ক্লাব কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান সোমবার (৮ইমার্চ) সন্ধ্যায় মাগুরা আসাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় জেলা লেডিস ক্লাবের সভানেত্রী ড. মোছাঃ নাসরিন আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত সংসদ সদস্য জননেত্রী কামরুল লায়লা জলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব ড. আশরাফুল আলম মহোদয়, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলিয়া সুনয়না সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী প্রমুখ ।