তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন থেকে ৪র্থ ধাপের ২৬ ডিসেম্বর অনুষ্ঠতব্য ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে অনেক ভোটের ব্যবধানে জয়লাভ করেন কদমী
গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান সোনা মিয়া।
নির্বাচনে বিজয়ী হয়ে ইউনিয়নের পাড়া মহল্লা ও গ্রামে গ্রামে ঘুরে ভোটার ও
সাধারণ মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতির ঘোষনা দিচ্ছেন। নবনির্বাচিত
চেয়ারম্যান মো. মিজানুর রহমান সোনা মিয়া বলেন, ভিজিডি, ভিজিএফ, বিধবা ভাতা,
বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার কার্ড দিয়ে বা করে দেওয়ার আশ্বাস
দিয়ে যদি আমার কোন ইউপি সদস্য টাকা নেয় বা টাকা নেওয়ার অভিযোগ আমার কাছে আসে আমি সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আমি রুপাপাত ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে হিসেবে গড়ে তোলবো।
তিনি আরো বলেন, আমাকে মানুষ ভোট দিয়ে বিজয়ী করে ইউনিয়নের ভালোমন্দ ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি মনে করি আমার কাঁধে বড় দায়িত্ব দিয়েছেন
ইউনিয়ন বাসি। তাই আমি সর্বদাই ইউনিয়ন বাসির বিপদে আপদে তাদের পাশে থেকে কাজ করে যাব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।