নুরুজ্জামান সরকার, নীলফামারী জেলা প্রতিনিধিঃ

মহান শিক্ষা দিবসে নীলফামারী জেলা ছাত্র মৈত্রীর আয়োজনে চৌরঙ্গী মোড়ে শিক্ষা দিবসে ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ই সেপ্টেম্বর) দুপুরে জেলা সভাপতি বংশী নাথ রায় এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক জাহিদ হাসান এর সঞ্চালনায় ৫ দফার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নরোত্তম পাল তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ও আশু সমস্যার সমাধান চান। রনজিৎ কুমার রায় তার বক্তব্যে শিক্ষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। জাহিদ হাসান তার বক্তব্যে শিক্ষা খাতের দুর্নীতি ও শোষণের কথা তুলে ধরেন। বংশী নাথ রায় তার বক্তব্যে শিক্ষা আন্দোলনে শহীদদের কথা স্মরণ করেন, ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সকল সংগঠক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।

উক্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন সাবেক ছাত্রনেতা তনুজ, জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নরোত্তম পাল, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জেলা সাবেক সভাপতি রনজিৎ কুমার রায় সহ সাবেক নেতৃবৃন্দ। তনুজ তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের বর্তমান অবস্থার কথা তুলে ধরেন।