নীলফামারী:
নীলফামারীর ডোমার প্রেস ক্লাবের উদ্দ্যোগে বসন্ত বরণ উপলক্ষে ব্যান্ড সংগীতের আয়োজন করা হয়।
শুক্রবার (৫ই মার্চ) সন্ধ্যায় ১শত ২৮ বছরের পুরাতন ঐতিহ্যবাহী ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এই বসন্ত বরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ডোমার প্রেস ক্লাবের সভাপতি আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন
বিশেষ অতিথি ডোমার নাট্য সমিতির নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ বক্তব্য রাখেন।
উক্ত আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যান্ড শো পরিবেশিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।