নীলফামারী জেলা পরিষদের উদ্যোগ এডিপির অর্থায়নে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
বুধবার (৮- সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে ০৩নং সংরক্ষিত মহিলা সদস্য শিউলি আক্তার এবং ০১নং সংরক্ষিত মহিলা সদস্য মেহেরুন আক্তার পলিন নিজ নিজ এলাকার অসহায় হত-দরিদ্র মহিলাদের মাঝে এডিপির অর্থায়নে ২০২০-২১ অর্থ বছরে ৬৮টি সেলাই মেশিন ও ২০১৯-২০ অর্থ বছরের ৪৮টি টিউবওয়েল বিতরণ করা হয়।
৬৮টি সেলাই মেশিন ৪ লক্ষ ও ৪৮টি টিউবওয়েল ০২ লক্ষ প্রায় ৬লক্ষ টাকার এসব সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম ও সি-এ টু চেয়ারম্যান শ্যামল সরকারসহ কর্মকর্তা কর্মচারী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।