জুনাঈদ আল হাবীব, নেত্রকোণা প্রতিনিধিঃ গত সোমবার (১৮ এপ্রিল) রাত ১১ টায় উপজেলার সিধলী এলাকায় স্থানীয় সিধলী বাজারে গর্ভপাত করেন ওই পাগলী। তবে গর্ভপাত হওয়ার শিশুটির বাবা কে, সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না পাগলী বা স্থানীয়দের কেউ। মৃত সন্তান প্রসবের পর থেকে পাগলী ও তার সন্তানকে স্থানীয় যুবলীগ নেতা রুবেল তালুকদার এর সহযোগীতায় সিধলী কমিউনিটি ক্লিনিক এর স্থাস্থ্যকর্মী মিনারা খাতুন তাঁকে প্রাথমিক চিকিৎসা দেয়। খোঁজ নিয়ে জানা যায়, প্রসব ব্যথা ওঠার পর রাস্তায় পড়ে পাগলী নিজে নিজেই তার গর্ভের সন্তানটি প্রসব করেন।
খবর পেয়ে স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে, ৯৯৯ কল করে কলমাকান্দা ফায়ার সার্ভিস ও সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই মফিজ এর সহযোগীতায় নেত্রকোণা আধুনিক সদর হসপিটালে প্রেরণ করেন। এ বিষয়ে স্থানীয় যুবলীগ নেতা রুবেল তালুকদার জানান, তারাবীর নামাজ পড়ে বাসায় যাবার পথে ওই পাগলীকে রাস্তায় পড়ে কাতরাতে দেখে আমি এবং আমার সহকর্মী সিদ্দিক, জাহাঙ্গীর আলম, বাজারের ব্যবসায়ী খন্দকার রফিকুল ইসলামের সহযোগিতায় তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।