যশোরের মনিরামপুরে অধিকমূল্যে ইউরিয়ার সার বিক্রি করাসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে অর্থ দন্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের নেতৃত্বে সোমবার দুপুরে নেহালপুর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দফাদার ট্রেডার্সের মালিক কওসার আলীকে দুই এবং সারের মূল্য তালিকা না থাকায় রমা এন্টারপ্রাইজের মালিক সাহাজুদ্দিনকে দুই’শ টাকা জরিমানা করা হয়।
পরে ওই বাজারে মাস্ক না পরায় পথচারী মাহমুদ হোসেনকে দুই’শ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা কৃষি অফিসার আবুল হাসানসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সত্যতা স্বীকার করে নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানান, এ ধরনের অভিযান এখন থেকে নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।