শেখ মোস্তফা কামাল, কেশবপুর যশোর প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ তৌহিদুজ্জামান (তহিদ)কে বিজয় সুনিশ্চিত করার লক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত। শনিবার সন্ধ্যায় ইউনিয়নের হাসানপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বয়ক শেখ উবাইদুর রহমান ওহাবের সভাপতিত্বে ও যুগ্নআহবায়ক মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি এস এম রুহুল আমীন ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এইচ,
এম আমির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। আওয়ামী যুবলীগ আহবায়ক মোঃ শহিদুজ্জামান শহিদ, যুগ্নআহবায়ক মোঃ আবু সাঈদ লাভলু এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের সম্মানিত নেত্রীবৃন্দসহ ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।