মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টারঃ

নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ৮নং দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের অনুপ্রেরনাকারী যুবলীগ নেতা শেখ সাগর আজ মাশরাফি বিন মর্ত্তুজার শুভ জন্মদিনের অনুষ্ঠানে শুভকামনা ও অভিনন্দন জানান।

নড়াইল জেলা সদরের বিশ্ববিখ্যাত সুনামধন্য বাংলাদেশের সুপরিচিত ক্রিকেটার ক্যাপ্টেন নড়াইল -২আসনের এমপি মাশরাফি বিন মর্ত্তুজা’র আজ শুভজন্মদিন।

নড়াইল জেলাসহ বিভিন্ন জেলাতে ক্যাপ্টেন মাশরাফি’র জন্য পালিত হচ্ছে জন্মদিন।৮নং দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ পালন করছে এই জন্মদিন।

যুবলীগের শেখ সাগর দলের প্রতি এক্টিভ এবং বিভিন্ন সময় দলের জন্য অর্থ ব্যয় করে থাকেন।ছাত্রলীগ ও যুবলীগ ছেলেদের অনুপ্রেরনার জন্য সর্ব্বোচ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুবলীগ নেতা শেখ সাগর’ এর নেতৃত্বে আজ শুভ জন্মদিন অনুষ্ঠান পালন করলেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা শেখ সাগর তিনি দলের জন্য অক্লান্ত প্ররিশ্রম করে থাকে, দলের জন্য নিবেদিত প্রান,তার পরিবারবর্গ আওয়ামীলীগ এবং অবুঝমান কাল হতে আওয়ামীলীগ দলকে মন প্রান দিয়ে ভালোবাসেন। জাতির জনক বঙ্গবন্ধুর নীতি আর্দশকে অনুসরন করে রাজনীতি করেন। এই শুভ জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদের ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দেওয়ার পিছনের কারিগর যে এই মাশরাফি তো পেয়েছেন কোটি কোটি মানুষের ভালোবাসা আর নড়াইল জেলাসহ বাংলাদেশ পেয়েছে সর্বকালের সেরা ক্যাপ্টেন।

আজ ৫ অক্টোবর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মোর্ত্তজার শুভ জন্মদিন। এই দিনেই তিনি মায়ের কোলে আলোকিত করে পৃথিবীতে এসেছিলেন।

আজ বছর গড়িয়ে বছর আসে এভাবে,জীবন থেকে চলে যায় ৩৮ বছর। অধিনায়ক ৩৯ বছর পা রেখেছেন।মাশরাফির জন্ম ১৯৮৩ সালের ৫ অক্টোবর, সবুজ শ্যামল নড়াইল শহরের মহিষখোলা গ্রামে।তার পিতার নাম গোলাম মুর্ত্তজা স্বপন,মাতার নাম হাসিনা বেগম বলাকা,দুই ভাই, দুই ভায়ের মধ্যে বড় মাশরাফি, ছোট ভাই সিজার মাহমুদ।

আবার এই একই দিনে এসেছে মাশরাফির দ্বিতীয় পুত্র সন্তান সাহেল মুর্ত্তজা। ক্যাপ্টেন ম্যাশ ও ছেলের জন্য রইলো শুভকামনা।