জেলার লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার নলদী ইউনিয়নের নখখালী গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
তিনি ওই গ্রামের পাখী শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল সকালে নিজের নতুন ঘরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কাজ করছিলেন। একপর্যায়ে ফ্রিজের উপর টিভি সেট করতে গিয়ে ফ্রিজ থেকে তার গায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ সময় জাহিদুলের স্ত্রী দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। তবে এর আগেই মারা যান তিনি।
নিহত জাহিদুলের তিন বছরের ১টি ছেলে রয়েছে বলে জানা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।