মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলা নড়াগাতী থানার সরশপুর গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।

গোয়েন্দা সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সহকারী উপ পরিদর্শক এএসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগীতায় নড়াগাতী থানাধীন সরশপুর এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ আলিফ শেখ(৩৫) কে ৫০ পিস ইয়াবাসহ আটক করে।পুলিশের একটি চৌকসটীম শনিবার ৯অক্টোবর বিকালের দিকে আটক করতে সক্ষম হন।

আটককৃত মোঃ আলিফ শেখ, নড়াগাতী থানার সরশপুর গ্রামেন মোঃ জায়েন শেখের ছেলে। আলিফ শেখ দীর্ঘদিন এই মাদক ব্যবসার সাথে জড়িত,এলাকাবাসীর দাবী মাদক কারবারিকে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছেন।যুবসমাজকে কলঙ্কিত করছে,সমাজকে নষ্ট করছে,নড়াইল জেলার প্রতিটি অঞ্চলে এধরনের ব্যবসায়ী আছে আর তাদের আটক করার পর কোর্টে চালান করে,

কিছুদিন পর থানার থেকে ৫০ পিস ইয়াবাকে সীমিত ইয়াবার কথা লিখে টাকার বিনিময়ে তাদের মামলাটি নষ্ট করে দেয়।এভাবে চলতে থাকলে প্রশাসনের নিকট জাতী কি আশা করতে পারে। সচেতন নাগরিকের বক্তব্য ও প্রশ্ন কিভাবে একজন মাদাকব্যবসায়ী কোর্ট থেকে জামিন পায়?

কেন জর্জ সাহেব জামিন দেয়? জামিন যদি দিতে হয় তাহলে কেন আসামিকে ধরতে হবে?

গোপন সংবাদ যে ব্যাক্তি দেয় সেই জানে মূলহতা কে? রহস্যজনক নাটক বন্ধ করতে হবে তা না হলে যেই হোক না কেন মাদাকব্যবসায়ী তাকে উপযুক্ত শাস্তির আওয়াধীন আনতে হবে।

এবিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সহকারী উপ পরিদর্শক এএসআই মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে সরশপুর এলাকায় অভিযান চালিয়ে আসামীকে ইয়াবাসহ আটক করা হয়েছে,আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।