![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/08/kk67-4.jpg)
আব্দুল্লাহ ফছিয়ার, স্টাফ রিপোর্টার! নড়াইল অক্সিজেন গ্রুপ এর পক্ষ থেকে হুইল চেয়ার উপহার।২১ অগাস্ট২০২১ শনিবার নড়াইলের পংকবিলা গ্রামের এক অসহায় প্রতিবন্ধীর জন্য একটি হুইল চেয়ার প্রদান করেন, নড়াইল অক্সিজেন গ্রুপের সদস্য বৃন্দ। নড়াইল অক্সিজেন গ্রুপ এর এডমিন মানিক সরকার ও অর্নব সাব্বির, জানান আমাদের এই সেবা অসহায় প্রতিবন্ধীদের জন্য চলমান থাকবে, যেমনঃ ১)হুইল চেয়ার ছাড়া চলাচল করতে পারে না। ২)হাত লাঠি ছাড়া হাটতে পারে না। ৩)বয়ষ্ক মানুষ লাঠি ছাড়া হাটতে পারে না। এরকম অসহায় প্রতিবন্ধী মানুষদের জন্য আমাদের অক্সিজেন গ্রুপ পক্ষ থেকে: হুইল চেয়ার ,,হাত লাঠি,,ইত্যাদি সকল প্রকার সহযোগিতা করা হবে। সেবাটি শুধু নড়াইল প্রতিবন্ধীদের জন্য। আপনার বাড়ির পাশে যদি এমন কেউ থাকে তার ঠিকানা দেন,আমরা যোগাযোগ করে নিব। আমাদের অক্সিজেন গ্রুপের পক্ষ থেকে তার পাশে দাঁড়াবো এবং অসহায় প্রতিবন্ধীর চাহিদামত প্রয়োজনীয় হুইল চেয়ার বা হাত লাঠি দেওয়া হবে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগঃ নড়াইল অক্সিজেন গ্রুপ: এডমিন আলামিন 01931639811 সহযোগিতায় পাশে থাকছেঃএডমিনঃআলামিন,মানিক,অর্নব সাব্বির,ইমামুল,শামিম,সাজ্জাত,হেলাল,তসলিম,মাসুমা,তাসকিয়া, সহ আরো অনেকেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।