মোঃ এনামুল হক লোহাগড়া স্টাফ রিপোর্টার:নড়াইল জেলায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়| ৮সেপ্টেম্বর বুধবার ১২টার পর নড়াইল জেলা প্রশাসকের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা|

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস অনুষ্ঠান সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত নড়াইল জেলা প্রশাসক(সার্বিক)মোঃ ফকরুল হাসান| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান|

এই স্বাক্ষরতা দিবসে বক্তব রাখেন নড়াইল জেলা মৎস কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান| নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ মশিউর রহমান বাবু| নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু|

স্বাক্ষরতা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি| বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক| সেই সাথে বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন| সুষ্ঠ ও সুন্দরভাবে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসটি পালিত হল|