মোঃ এনামুল হক ,লোহাগড়া নড়াইল: প্রতিনিধি কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজনে নড়াইল জেলা লোহাগড়া উপজেলাধীন কন্দল ওল কচু,কচুরমুখী,পানিকচু,ফসল উন্নয়ন বিষয়ক সোমবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০ জন করে ৮ টি ব্যাচে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠান হবে। আজ ৭ই জুন সকাল ১০ ঘটিকার সময় ৫ম ব্যাচে কৃষকদের মাঝে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কন্দল জাতীয় ফসল আর জাতীয় ফসল চাষে উৎসাহিত করলেন এবং উৎপাদনের বিভিন্ন কৌশল বিষয়ে লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়ন সহ ১ টি পৌরসভা মোট ২৪০ জন কৃষককে প্রশিক্ষণের আওতায়ধীন করতে হবে।

লোহাগড়া উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ রইচ উদ্দিন, কৃষি সম্প্রসারন অফিসার মুনমুন সাহা প্রশিক্ষণ প্রদান করেন।