নড়াইল ১ আসনের সংসদ সদস্য জনাব কবিরুল হক (মুক্তি’র) আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ মার্চ বাদ মাগরিব কালিয়া উপজেলা আওয়ামী লীগ অফিসে উপজেলা যুবলীগ এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ক্বারি মোঃ শাহাজান খাঁন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক খান রবিউল ইসলাম, কালিয়া পৌরসভার সদ্য সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন,কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম শেখ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলাম নাহিদ,ছাত্রলীগ কালিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এস এম রানা প্রমুখ। উল্লেখ্য, সংসদ কবিরুল হক মুক্তি গত বুধবার (১৬ই মার্চ) করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উক্ত মিলাদ মাহফিলে তার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়ার আহবান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।