নজরুল ইসলাম, নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২০, শ্রেষ্ট স্বাস্থ্য কর্মী হিসেবে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন। করোনা কালীন সময়ে স্বাস্থ্য সেবায় অবদান রাখায় পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২০ নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মনোনীত হন তিনি।
বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২০ প্রদান অনুষ্টান অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সাংসদ আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন শ্রেষ্ট স্বাস্থ্য কর্মী আহসান উদ্দিন আকন্দ সোহাগের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ সহ প্রমুখ।
এসময় শ্রেষ্ট স্বাস্থ্য কর্মী পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২০ সম্মানা ক্রেস্ট পাওয়ায় সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন ও ডা.মাহমুদুর রশিদ কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।