বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা একে একে বাস্তবায়ন করছেন। রংপুরের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে। এক সময় রংপুর অঞ্চল ছিল অবহেলিত ও মঙ্গা কবলিত এলাকা। সেই মঙ্গা আজ আর নেই। এই সবই হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে।’
সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন পরিষদে ৮০০ শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল বিতরণকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘দেশে আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে। স্বাস্থ্য বিভাগ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ইতোমধ্যেই নির্দেশনা জারি করেছে। করোনার সংক্রমণ রোধে আমাদের সবাইকে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানতে হবে। সেই সঙ্গে মাস্ক পরিধান করে বাড়ির বাইরে চলাফেরা করতে হবে।’
টিপু মুনশি বলেন, ‘এই অঞ্চলের শীতার্ত মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় দরিদ্র শীতার্ত মানুষের জন্য কম্বল উপহার পাঠিয়েছেন।’
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সামছুল আরেফিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, পারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।
এর আগে দুই দিনের সফরে এসে বাণিজ্যমন্ত্রী রোববার কাউনিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ৪ হাজার শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেন।
সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।