ডা. আজাদ খান, ষ্টাফ রিপোর্টার জামালপুর: তাং ০১/০১/২০২২ খ্রীঃ ইংরেজী নববর্ষ উদযাপন ও বর্ষবরণ উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও প্রীতি ভোজ অনুষ্ঠান করেছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখা ।

শনিবার (১ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টায় শহরের দড়িপাড়াস্থ কলিমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে উক্ত অনুষ্ঠান হয়েছে। কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক এম.এইচ. মজনু মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা জামালপুর জনস্বাস্থ্য বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সহিদ উল্যাহ,

আমন্ত্রিত অতিথি মানবাধিকার কর্মী, মোহাম্মদ এনামুল হক রতন, নির্বাহী পরিচালক, সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), ব্যতিক্রম এসটিভি-এর প্রতিষ্ঠাতা জনপ্রীয় শিল্পী শাহ্ মো: খলিলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক খান,

সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, অর্থ সম্পাদক আব্দুল মান্নান চৌধুরী, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় সংগঠনের সকল মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক শামিউল হাসান।

সভায় আগামী ২২ জানুয়ারী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয় । আলোচনা সভা শেষে প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ।