রজ্জব আলী (৩২), ছিলেন একজন অনলাইন ব্যবসায়ী। রাজধানীর জিগাতলার একটি বাসায় থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহতের রুমমেট মুন্না গণমাধ্যমকে জানান, জিগাতলা একটি বাসার নিচতলায় সিলিংফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন রজ্জব। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, রজ্জব অনলাইনে ব্যবসায় করতেন। ব্যবসায় ক্ষতি হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি।
তিনি আরও বলেন, নিহত রজ্জব জয়পুরহাটের আক্কেলপুর থানার বেল্লাল হোসেনের ছেলে। জিগাতলার ওই বাসার নিচতলায় আমরা মেস করে থাকি। রজ্জব আমাদের সঙ্গেই থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।