কেএম জহুরুল হক জনি,ফুলছড়ি,গাইবান্ধা থেকেঃ ফুলছড়িতে আইএসপিপি যত্ন প্রকল্পের আওতায় প্রকল্পের উপকার ভোগীদের মাঝে ক্যাশ কার্ড বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার।
সভা চলাকালীন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এম. পি ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন। শুক্রবার বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় আইএসপিপি-যত্ন প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব (প্রশাসন) দীপক চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, ব্র্যাকের স্বাস্থ্য পরিচালক ডাঃ মোর্শেদা চৌধুরী, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, উপকারভোগী শাহনাজ পারভীন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।