মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: ২০ জানুয়ারি ২০২২খ্রিঃ বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে গত ৪ জানুয়ারি বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গনমাধ্যমকে বগুড়া আবহাওয়া অফিসের ওয়ারল্যাস অপারেটর রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশা রয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ চলছে বগুড়াতে। এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।